লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
হৃদয় টা বাঁধা থাকুক-
মিলনে নয়। অশ্রুজলে, অপেক্ষায়!
মিলন যেনো হয় আঁখিনীড়ে
দুফোটা জলের ব্যাথাবাসরে!
2.
কাঁদতে আর সাহস হয় না
যদিও থেকে যায় কিছুটা অভিমান –
আমার হৃদয়টাও আজ বড্ড বিরক্ত
কি করে হয়, কান্না’ও- নামহীন!
3.
এখনো মুগ্ধতা ছড়ায় ফুলগুলো
প্রণয় প্রার্থনায় জেগে থাকে-
আমি লিখে যাই হৃদয়ের খামে
রক্তাক্ত নিরুদ্দেশনামা- তোমাকে!
4.
আমার জীবন ততটাই সত্য, আমি যতটা উন্মাদ-
আমার জীবন ততটাই সত্য, আমি যতটা ভাঙি বাঁধ!
5.
জানিনা কেনো এতো অনুভূতির ভীড়-
কেনো এতো সুখ দুঃখে বাধা মোর নীড়!
6.
আমায় মুক্তি দাও –
দিনের আলো থেকে! রাতের অন্ধকার থেকে!
এ দুটোই আমাকে আড়াল করে, আমার থেকে!
7.
প্রিয়, প্রেমে তব, চিতানলে চিত্ত
পুড়ে অবিরাম –
হায়, কাঁদিবার ছলে, নয়ন জলে
ফের হৃদি দলে, আঁকি অভিরাম!
প্রিয়, তব রুপ মনোরম!
8.
হোক না -তোদের আনাগোনা
আমার সমস্তটা জুড়ে!
বয়ে যাক সাইমুম, দিগন্ত রেখায়
হৃদয়ে – অন্তরে!
9.
অবশেষে – নিবেদনে
আরক্ত চোখ জানে আমার সমর্পণের মানে!
10.
হাসিটু্কু জানে আমি কতটুকু ক্ষত
লুকায়ে রাখি এই বুকে অবিরত!
কতটুকু ব্যাথা মোর,নিশুতিরাত জানে
হারাহিয়া জানে মোর,সমর্পণের মানে!
লেখক – লাবিব মাহফুজ চিশতী