কবিতা – মাতলামি

লাবিব মাহফুজ

পেছন পানে চাওয়া তোমার
সরস হিয়ার গভীর ছায়া,
উপচে পড়ে হাওয়ার পরে
দূর কামিনীর সলাজ মায়া।

তুমি আনলে হিয়ার মধূর বেদন
নয়ন বানে বেঁধা যে গান
ভৈরবীর ঐ পঞ্চমী সুর
হলো মনের বনে গাওয়া –
বন কোকিলের মাতলামী আজ
তোমার সুরে পেল কায়া।

রচনাকাল – 26/04/2018

আপন খবর