আপন ফাউন্ডেশন

শাহিনগীতি

Date:

Share post:

ফকির শাহিন শাহ

ওরে মানুষ শ্রেষ্ঠ মানুষ, গুণগুলো চল ধারণ করে,
আল্লাহর গুণ ধরে রেখে, মানুষ আল্লা হতে পারে।

মানুষ আল্লার প্রীতিভাজন
দিতে চায় তাহার সিংহাসন
গুণগুলো সব করে শোষণ, শ্রেষ্ঠত্ব দেখা তারে।

রাজার ছেলে রাজা হওয়া
দোষের নয় আকাশ ছোঁয়া
তার কাছেতে মাথা নোয়া, যেন গুণে গুণী করে।

নদী ধায় নদীরও পানে
ভ্রমর ধায় মধুরও টানে
আল্লাহ হতে ধায় শাহিনে, মনুষ্যত্ব হারাস নারে।

সুর: ভাটিয়ালি
তাল: কাল দাদরা

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles