লাবিব মাহফুজ
মায়াময়ের তরে আনো মায়ার বাধন
শ্রী চরণ পানে যেন, থাকে সদা ধ্যান।
প্রেমময় দয়ালেরে বাধিও প্রেমে
অনন্ত কালের তরে আপনও ধ্যানে।
চরণও কমলে তার, সঁপিও সকল তোমার
শিরেতে তুলিয়া রাখ রাঙা শ্রী চরণ।
জগতের মায়া ত্যাজি গুরুর মায়ায়
স্থির, অটলিত, থাকো সর্বদায়।
হৃদয় অন্দরে কভূ না হারা হইও প্রভু
শ্রী রূপ পানেতে বাধো নিরিখ নয়ন।
রচনাকাল – 30/10/2018