লাবিব মাহফুজ
আজ হৃদয়ে জাগে বৃন্দাবন
হৃদ যমুনা উজান বায়,
ওই যমুনারি কালো স্রোতে
আঁখিধারা বান জাগায়।
আকুল প্রাণের ব্যাকুল দিশা
ঐ চরণের মোহন নেশা
বেধে এ প্রাণ নিধুবনে
শ্যাম বাঁশরীর সুর শোনায়।
শ্যাম গৌরাঙ্গ প্রভু আমার
হৃদয় বনে করো বিহার
যুগল রূপের মিলন মাঝে
অটলিত রাখো সদায়।
রচনাকাল – 06/09/2018