লাবিব মাহফুজ
ষড় রিপু দশ ইন্দিয়ে ভিতর বাহির বাধা রয়
একাদশের দুয়ার খুলে, জাগাও শ্রী রূপ সর্বময়।
দেহের মাঝে রাজাধিরাজ হইল তোমার মন
সেই মনেরে বল্গা পড়ায়, ইন্দ্রিয় শমন।
ইন্দ্রিয়েরই ধোকায় পড়ে, মন চলে যায় ভবের ঘোরে
জন্ম মৃত্যুর অধীন করে সকলি হারায়।
গুরুপদের অধীন হয়ে মন যদি রয় বশে
ভক্তি বিশ্বাস আসে মনে ভাবের সুবাতাসে।
সে ভাব জোয়ারে হৃদয় রেখে দয়ালের চরণ নিরিখে
রাখ তারে অন্তরীক্ষে পাইতে মুক্তি জগৎময়।
রচনাকাল – 30/10/2018