লাবিব মাহফুজ
আদি নূরে বিন্দু সৃজন, বিন্দুতে হয় কূল কায়েনাত
বিন্দুর টানে সিন্ধু প্রকাশ, নুক্তাতে হয় সব মাখলুকাত।
খোদার অঙ্গে ছিল আদী সে নূর
তথা হইতে বিন্দু জহুর
সে বিন্দুতে আউয়াল আখের
জাহের বাতেন ভেদ রমুজাত।
দ্বি শক্তিময় ভাবের বসে
নূর জুলমাতে বিন্দু ভাসে
এরাদাতে এশকের দেশে
নিহিত তার হাকিকত।
চার নুক্তাতে সৃষ্টি সবি
পঞ্চ রূপে দেখতে পাবি
জাহেরেতে মুর্শিদ পাবি
লাবিব চায় তার মারেফত।
রচনাকাল – 05/11/2020