লাবিব মাহফুজ
তৃষ্ণাতুরা প্রাণ বিহঙ্গ, কাঁদছে সুরের খেয়া পাড়ে
বিরহী আজ গান ধরেছে, নির্জনতার সিন্ধুতীরে।
সুরসাকী আজ দূর আকাশে, অস্তপাড়ের ধ্যান আসনে
মৌনী ঋষির, বদ্ধ নয়ন, তপস্যা তার বিজন বনে।
আজ অবেলায় তৃপ্তিহারা, হাহাকারে প্রাণ মাতাল
বল্গাহারা অশ্ব যেনো, আত্মগ্লানির ত্যাক্ত ঢল।
হঠাৎ করেই অশ্রু মন্দির, খুললো অর্গল প্রাণ রুধির
বাহিরিল গরল ধারা, বিষ জোছনার নীল পাথার।
আজি প্রাণ গরবী লুকালো প্রাণে, বিপুল দুঃখের দীঘল শ্বাসে
এ যাতনার নিগঢ় ব্যাপী, অবুঝ বীণার সুর ভাসে।
মোর প্রাণ পেয়ালায় দ্রাক্ষারসে শারাব ঢালো হে মোর সাকী
যেন সব ছাড়িয়ে প্রাণের খাতায় মানস প্রিয়ার রূপ আঁকি।
রচনাকাল – 10/10/2017