লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. যদি লাভ করতে চাও চিরজীবন, পান করো মহাপ্রেমের অমৃত!
2. একমাত্র শাশ্বত প্রেমই তোমাকে শাশ্বত করার ক্ষমতা রাখে।
3. হৃদয় যার প্রেমাবেশে পূর্ণ, তিনিই তো পরম পুরুষ।
4. আমিতো প্রভু তোমার প্রেমপূর্ণ ইচ্ছারই বহিঃপ্রকাশ। তোমার প্রেম সাধিবার উপলক্ষ। যুগ যুগান্তর, জন্ম জন্মান্তর যেনো তোমার এ প্রেমো আশ মিটাতে পারি প্রভু।
5. যুগ যুগান্তর, জন্ম জন্মান্তর যেনো তোমার এ প্রেমো আশ মিটাতে পারি প্রভু।
6. অজ্ঞানতাবশত আপনার প্রতি হীনমন্যতায় আজ আদম জাতি এতো নিচাবস্থায় পতিত।
7. মূলত এ আদম সত্ত্বা খোদার প্রেম প্রকাশের এক অফুরন্ত ভান্ডার, যা অনন্ত মহিমাময়।
8. সকল ধর্মের, সকল জাতির, সকল গ্রন্থের, সকল দেশের একমাত্র সার্বজনীন ব্যাপারটাই মানুষ।
9. সত্য বিরাজিত একমাত্র মানুষতত্ত্বেই।
10. সমগ্র আমিত্বের মাঝে যখন জ্ঞান আমির পরম দীপ্তি সমুন্নত মহিমায় উদ্ভাসিত হয়ে উঠে অনন্তময়, তখনই মানব সত্ত্বায় প্রতিষ্ঠিত হয় পরমবাদ।
লেখক – লাবিব মাহফুজ চিশতী