1.
সৃষ্টির ভেতরে পাক পাঞ্জাতন চিরন্তন শাশ্বতভাবে বিরাজমান। পাক পাঞ্জাতন না চিনলে আল্লাহকে চেনা যায় না।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী
2.
ভক্তি বিশ্বাসের পূর্ণতাই আদব। আদবের পরিপূর্ণতাই ইনছান।
– হযরত খাজা হিমেল শাহ আল চিশতী নিজামী
3.
রহস্যলোকের যে সূর্য আমার মধ্যে আছে, মস্তিষ্কপ্রসূত জ্ঞান দিয়ে তা কিছুতেই বুঝতে পারবে না।
– খাজা শেখ ফরিদ উদ্দিন মাসুদ গঞ্জেশকর (র)
4.
পীর ব্যতীত যে আধ্যাত্মিক পথ অতিক্রম করতে চায়, তার জিন্দেগী খতম হয়ে যাবে, তবুও মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবে না।
– হযরত ফরিদুদ্দিন আত্তার (র)
5.
খোদার দরজা কভূও বন্ধ হবে না তোমার জন্য। বরং খুলে যাবে আরো সহস্র সুন্দর দরজা।
– মুহাম্মদ আল রুদাকী (র)
6.
এ চাঁদ কিরণে মধূ লুটো আজ, কাল নিশিথের ভরসা কই
চাঁদনী হাসিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রবো না সই।
– ওমর খৈয়াম (র)
7.
পথ যখন আত্মায় আগুন জ্বালায়, তখন থেমে থাকা বলে কিছু নেই।
হযরত হাকিম সানায়ী (র)
8.
গোটা মানবজাতি একটি শরীরেরই অংশ। একই আত্মা ও বীজ থেকে জন্ম তাদের।
– হযরত শেখ সাদী (র)
9.
আমার অস্তিত্বের সবটুকু তুমি। এমনকি খসরুর অন্তটাও ও ধর্মটাও।
হযরত আমির খসরু (র)
10.
দুনিয়ার মানুষ হচ্ছে মোমবাতির শিখার সামনে উড়ন্ত তিনটি প্রজাপতির মতো। প্রথমটি অগ্নিশিখার খুব কাছে গিয়ে বলে, ভালোবাসা কি আমি জানি। দ্বিতীয়টি তার ডানা দিয়ে অগ্নিকে আলতো স্পর্শ করে বলে, আমি জানি প্রেমানল কিভাবে পোড়ায়। আর তৃতীয়জন নিজেকে অগ্নিতে নিক্ষেপ করে এবং নিশ্চিহ্ন হয়ে যায়। কেবল সেই জানে সত্যিকারের প্রেম কি!”
হযরত হাকিম সানায়ী (র)