সংগীত – প্রভু সত্য মিথ্যার বাঁধন নাহি চাই

লাবিব মাহফুজ

প্রভু সত্য মিথ্যার বাধন নাহি চাই
আমি ভালো মন্দের উর্ধ্বে যেনো
নিজেরে হারাই।

ন্যায় অন্যায় ভালো মন্দ
চাওয়া পাওয়ার নিয়ত দ্বন্দ্ব,
বৈপরিত্য মোর চিত্তে যেনো
অনুমাত্র না পায় ঠাঁই।

প্রভু হৃদয় আমার একত্ত্বে সদা
রহে যেনো অনন্তে বাধা,
শুধু তব ইচ্ছা যেনো আমার মাঝে
প্রতিষ্ঠিত রয় সদাই।

প্রভু চিত্ত আমার জয় করে নাও
আমারে মহা প্রেমে ভাসাও,
যে প্রেম ধরার সবার উচ্চে
যেথা এক ব্যাতিত দ্বৈততা নাই।

রচনাকাল – 02/08/2019

আপন খবর