সংগীত – যবে হাতখানি তব

লাবিব মাহফুজ

যবে হাতখানি তব
হাতেতে জড়ায়ে ধরি
হৃদিব্যাপী বয়ে যায়, পরশ প্রশান্তির
নর্মদা-গোদাবরী!

যবে চৈত্র খরায়, আকাশ ছাপিয়া
নিয়ত অগ্নি ঝরে,
তুমি আনিলে শরৎ, হৃদয় ব্যাপিয়া
নীলাম্বরী নীলাধারে!
তপোদগ্ধ হৃদিকায়, শ্রীকর বুলায়ে হায়
সহসা বাঁধিলে মোর, পরাণ-ডুরি!

ওগো লীলায়িত চঞ্চল – লীলার ছলে
নৃত্তরত – সর্বদা’ই, তরঙ্গ সলীলে!
চেয়ে চেয়ে থেকে মোর নয়নও কোনে
ঝরে অনুরাগ-অভিমান’ বসন্ত বনে।
কালের খেয়ায়, হৃদি যমুনায়
এমনি শাশ্বতকাল, হবো দন্ড’ধারী!

রচনাকাল – 04/07/2021

আপন খবর