আপন ফাউন্ডেশন

৫ – মানুষে হয় খোদার বাড়ি

Date:

Share post:

মোতালেব হোসেন আল চিশতী নিজামী

মানুষে হয় খোদার বাড়ি
খোদা ঘর বানাইয়া তাতে রয়,
সেজদা করে সেজদা কারি
মকরুমে না চিনিতে পায়।

আপন রুহু পাক জাতে,
ফুঁকে আদমের ক্বলবেতে
আহছান সুরত তাহাতে,
দিয়েছে দ্বীন দয়াময়।

মানুষ খোদার প্রিয় বান্দা,
তাও মানুষের যায় না ধান্ধা
আন্দাজীতে করে সেজদা,
খোদার ঘর না খুঁজে পায়।

মানুষে রয়েছে খোদা,
দেখো সুরা আনফালেতে
তিনি ওলিয়াম মুর্শিদ হয়ে,
জীব ত্বরাইবে উছিলায়।

খাজা মোতালেব কয় বেহুঁশ যারা,
পশুতে মিশিবে তারা
পর্দা খুলে দেখছে যারা,
সেজদা দিচ্ছে মুর্শিদের পায়।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles