সংগীত – আমায় শিখাইয়া দাও প্রেমের করণ

লাবিব মাহফুজ

আমায় শিখাইয়া দাও প্রেমের করণ
আদি কারণ এ জগতের,
যা সুপ্ত ছিল অনাদী ধামে
যাতে প্রকাশিল রূপ অনন্তের।

অনাদী অখন্ড ধামে, অনন্ত অসীমের প্রেমে
পরম প্রভু আসিল নেমে, এ ধরার মাঝার –
ও সে রূপ গুণে বিকশিল আকারেতে নাম ধরিল
আদমেরে রূপ দানিল, রূপে আপনার।

প্রেমাবেশে সৃষ্টি সকল, প্রেমে স্থিতি এ ব্রমান্ডল
গুপ্ত ব্যাক্ত প্রেমেরই মূল, প্রেমময় সংসার –
লাবিব বলে দয়াল গুরু, ভক্ত বাঞ্ছা কল্পতরু
দয়া করে শিখাও মোরে, সেই প্রেমেরও আচার।

রচনাকাল – 12/09/2019

আপন খবর