লাবিব মাহফুজ
ফাগুনে আজি ক্লান্ত দেহে
উদভ্রান্ত মনে, কোন পিপাসায়?
জোনাক জ্বলানো বাসরে আজি
আফ্রিদিতি! সেকি বিহঙ্গ সাজি
পূণঃ প্রেমোন্মত্ত নেশায়, চুপিসারে কয়
অভিসারী, অধীর উন্মত্ত কি?
উন্মত্ত কি প্রচ্ছন্নতায়?
অবসন্ন প্রাণে, আলো আধারে নিশিথের জোছনায়
তৃষাতুর মন, কোন পিপাসায়।
কুহু-কেকার যতনে রাঙানো সুর
হৃদয় বাতায়নে ব্যাথা চক্রবায়!
এথেনা ছেড়েও আজ বিহঙ্গ তীরে
শতলোক ধিক উচ্ছন্ন নীড়ে
মেঘাদ্রি হতেও ঝর্ণা সমেৎ নির্ঝর বেদনায় –
পিয়াসী তবু! এ যে নিষ্কলঙ্ক শিহরণ
শিহরণ চৈত্র ছায়ায়!
অপ্সরা রাজির নৃত্ত কাননে নয়নে প্রেম উথলায়
চাতকিনি প্রাণ, কোন আকাঙ্খায়?
প্রেমোস্পর্শে মুখরিত প্রাণ, আকুল নয়ন
আজি অধীর, চঞ্চল হিয়া বসন্ত ছোঁয়ায়!
মৃদু মোর আশা, কন্ঠ রুদ্ধ যেনো লাজে
অশান্ত পিয়াসা, হৃদয়ে প্রেমময় বীণা বাজে
গ্রীষ্মে আমি কান্তাবতীর পাড়ে সুহাসিনী মেঘের ছায়ায়
অনিরুদ্ধ আবেগ মম ধীর সন্তরণে
সন্তরায় প্রেম বিমূর্ত মায়ায়।
জোৎস্না শোভিত স্নিগ্ধ পূষ্পোদ্যানে আমি ঘ্রাণোন্মত্ততায়
কি যে ব্যাকুল প্রিয়া, তোমারি বাসনায়।
রচনাকাল – 12/08/2014