সংগীত – এই হলো দিন দিন

লাবিব মাহফুজ

এই হলো দিন দিন প্রাপ্তি আমার
অসীম শূণ্যতা ঘেরা – চারিধার!

হারায়ে আপন, চরণে তাঁরি
বারবার! কেনো ফের, খুঁজে ফিরি!
প্রাণ, আপনার!
নিঃসীম শূণ্যে, সময় অরণ্যে
কেনো আনি অস্বীকার!

হারায়ে আপন ক্ষুদ্রতা অতি
চাহি যে প্রাণে তাঁর, অনন্ত জ্যোতি
সদা, অনিবার!
যেনো না ফিরে প্রাণ, চির অম্লান
হইতে সে আঁখিধার!

রচনাকাল – 08/04/2022

আপন খবর