পত্রিকা – ক্বাফ এর শক্তি নয় সামান্য

হেলাল সরকার আল ওয়ায়েসী

ক্বাফ এর শক্তি নয় সামান্য, প্রাপ্ত হয় যে সেই তো ধন্য
গুরুর আদেশ নির্দেশ মানো নতশীরে, বলি তোমারে
সম্যক গুরু যদি কৃপা করে।

কাইয়্যুমুন চিরস্থায়ী শক্তি, নির্ধারিত হয় যার প্রতি
জ্ঞানের বাতি জ্বলে আধার ঘরে,
কুদ্দুছুন করিলে অর্জন , দুর্বলতা হয় তার বর্জন
উন্নত মর্যাদা শক্তি ধরে।

কাবিউন চিরঞ্জীব ধারা, বুঝা কঠিন তার মাজেরা
সৃষ্ট শক্তির উৎস বলে যারে,
কাদিরুন সুপরিমিত, পারি দিয়া কর্মবৃত্ত
দাড়ায় সত্য অলীদের কাতারে।

কাহহারুন ক্ষমতাধারী, শক্তি হয় মৃত্যুদানকারী
ক্ষনস্থায়ী দুনিয়া ধ্বংস করে,
কাবিদুন হইলে দৃষ্টি, তার নিয়ন্ত্রনে যাবে সৃষ্টি
পরম ইষ্টি ডাইকা নেয় তাহারে।

শেরে খোদা মাওলা আলী, এই ছয় শক্তির গুণাবলী
রাসুল হতে প্রাপ্ত ভবের পরে,
ক্বাফ শক্তি হইলে হারা, একুল সেকুল দফা সারা
কপাল পুড়া কয় হেলাল সরকারে।

আপন খবর