লাবিব মাহফুজ
পিয়াও প্রিয় মোরে শারাব মধুর
প্রণয় লীলা আনো প্রাণেতে আমার,
মোর হৃদি মুসাল্লায় রাখো ও রাঙা চরণ
দরশন দানে করো রওশন অন্তর।
সাকী – শারাব বিতরনকারী।
শারাব – প্রভু প্রেম।
পানশালা – প্রেমের লীলা নিকেতন।
হে সাকী আজ প্রাণের পানশালায়
ভর পেয়ালা দাও লাল শারাব,
প্রেম মদিরায়, মাতাও গো আমায়
তব চরণ ছোয়ায় করো এ দীল শাদাব।
রচনাকাল – 12/12/2017