দাউদ আহমেদ চিশতী
মুহাম্মদ এক নূরের পুতুল
কে বলে সে অনেক দূরে,
আমার নবী এলো নাছুত পুরে।
ইল্লাল্লারী রূপ দেখাতে, প্রকাশ হলো নজুলেতে
সকল সিফাত সঙ্গে নিয়ে, নয় বোতনে এলো ঘুরে।
নবী লা ইলাহাতে প্রকাশ হলো, ইল্লাল্লাকে চিনাইলো
মাওলা আলী চিনলো ভালো, বায়াত হয়ে নবীর ধারে।
ইল্লাল্লাকে চিনবি, লা ইলাহা খুঁজো নিরবধী
ইল্লাল্লাকে চিনতে দাউদ, লা ইলাহাকেই চিহ্ন করে।