লাবিব মাহফুজ
নির্জনে যত প্রিয় ভাবি তোমারে
ততই উজালা করো এ প্রাণ আমার,
ততই বাড়ে তৃষা, প্রাণের হাহাকার।
হে প্রিয় আঁখিধ্যানে ও রূপও সুন্দর
যতই দেখি ততই বাড়ে তৃষা,
হৃদয়ে যতনে সাজায়েছি যে বাসর
সেথা শ্রীচরণ অভিলাষে, জাগে পিপাসা।
মিটাও এ আকুল ও আশা, হে প্রিয় আমার।
হে রূপও সুন্দর, ও রূপও ধ্যানে
মোর হৃদয় বৃন্দাবনে, সে বাঁশরী তান,
সে বাঁশরীর সুরে সুরে, নিধুবনে প্রেম বিহারে
নয়নে সদাই যেন হেরি পুষ্পানন।
এ মোর হৃদয় আরতী গান, বাসনা প্রাণের।
রচনাকাল – 24/09/2018