কবিতা – প্রেমহোত্রী

লাবিব মাহফুজ

একটি যজ্ঞ করতে চাই –
ছয়শো কোটি বছর ধরে!
হৃদদেউলের ছোট্ট বারান্দাটিতে
অমাবস্যাতিথিতে অগ্নিযোগে!

হোমতীর্থের ত্রিশুল টি হবে
ত্রিতাপ জ্বালার ধূমল দন্ড!
শক্ত করে ধরে রাখবো দক্ষিণ হাতে!
সম্মুখে অগ্নিযুগের নির্মম দাবদাহ!
হৃদয় কে বিদীর্ণ করে –
টেনে হিচড়ে বাইরে এনে দুভাগে দিবো আহুতি!
এক ভাগ প্রেমের, এক ভাগ ঘৃণার!

মাঝে এক নির্বিকার অরিচ্ছন্ন –
রুদ্ররোষে বসা যাজ্ঞিক! আমি!
পুড়বো ছয়শো কোটি বছর ধরে
যাতনায়, ভালোবাসায়! প্রেমে, ঘৃণায়!

আমার হেম সাঙ্গ হবে –
তীলে তীলে যখন লাবিব পরিনত হবে এক মুষ্ঠি ছাইয়ে!
ত্রিকালেশ্বর স্বীয় ললাটে মাখবেন
আমার স্বত্বজাত অঙ্গের অবশিষ্ট!
আমাকে পোড়াতে, স্বয়ং স্রষ্টারও
ছয়শো কোটি বছর তো লাগবেই!
আমার জীবনমরণ তীর্থে- প্রেমহোত্রে!

রচনাকাল – 19/10/2020

আপন খবর