কবিতা – অস্তিত্বের অভিশাপ

লাবিব মাহফুজ

সত্তার কসম!
আমার চাইতে বেশি তোমায়
কেউ ভালোবাসবে না!

অস্তিত্বের তৃষ্ণা বুকে নিয়ে, জীবনবৃক্ষের পাতায় পাতায়
আমার মতো উন্মাদ হয়ে, তোমায় কেউ খু্ঁজবে না!

মহাকালের স্বপ্নটুকু চোখের কোনায় টাঙিয়ে
নিশুত রাতের তারার মতো, তোমায় কেউ দেখবে না!

ভালোবাসি তোমায়! স্বয়ং ইবলিশের মতো! অভিশাপে!
বিরহে! অস্বীকারে! আমার মতো করে – তোমায় কেউ পাবে না!

এক মুহুর্ত তোমার রূপবহ্নিশিখায় জ্বালিয়ে দিয়ে সত্ত্বার অস্তিত্ব
বিহ্বল অধরে তব! এঁকে দিয়ে একটি চুম্বনদৃশ্য –
বরণ করে নিবো – ছয়শো কোটি বছরের নির্বাসন!
অভিশাপ! অস্বীকার! আমার মতো তোমা হতে এতো দূরে
কেউ রবে না!
স্বয়ং ইবলিশের প্রতিজ্ঞা এ –
আমার মতো করে তোমায় কেউ এতো ভালোবাসবে না।

রচনাকাল – 15/02/2020

আপন খবর