আপন ফাউন্ডেশন

সংগীত – যদি পাইতে চাও প্রেমময়

Date:

Share post:

লাবিব মাহফুজ

যদি পাইতে চাও প্রেমময়
অনিত্য ত্যাজিয়া আজি চলো নিত্যতায়।

ইন্দ্রিয় ছলনায়, কামেরও তাড়নায়
বাধা পড়ে আছ ভব মোহে,
আসক্তির সাগরে, পড়ে আছ বিভোরে
অশনি অনল তুমি, জ্বালিয়াছ দেহে।
বিষয় ভোগের নরক দ্বারে, দাড়াইয়াছ সকল ছেড়ে
কেমনে জাগিবে প্রাণে, সুভাব পূণ্যময়।

কুরিপু সনে, হৃদয়ও কাননে
কামিনী কাঞ্চ্বনও লোভে, আবদ্ধ যার মন,
সংসার দরিয়ায়, যে প্রাণ বাধা রয়
কেমনে পাইবে সে পরম নিরঞ্জন।
মুক্তি পথের পথিক যারা, গুরু প্রেমে আত্মহারা
সে অধীনের হৃদয়পদ্মে, দয়াল গুরুর হয় আশ্রয়।

রচনাকাল – 30/10/2018

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles