লাবিব মাহফুজ
আজ অবিরাম এ মরণ খেলায়
জিবন প্রভাত কোনখানে লুকায়,
কোন সুদূরে বিজনে একাকী
ফাঁকি দিয়ে মোরে অনন্তে হারায়,
এ জিবন মরুপথে সেই অনিন্দ্য ধারা
বার বার ডেকে যায় ব্যাকুল তিয়াসায়।
আসে যায় সে প্রাণধন, সেই সে মহিমা
মেলে যায় ত্রিনয়ন, সুদূর সীমা,
জিবনের লাগি আজ জিবন সুধা
আধারে, ভগ্ন হিয়ায়, জাগে হতাশায় –
মোর মরণও বন্ধন আজি ধুলায় লুটায়।
থেকে যায় হৃদয়ের সুদূর হাহাকার
ডেকে যায় ইশারায় নিকট পারাবার,
জিবন স্বপন ধারা, মেলিয়া আঁখি
মরণ পাথার হতে, তুলে নিত্যতায় –
আজ জিবন সন্ধান প্রাণ পেল আপনায়।
রচনাকাল – 25/09/2018