সংকলন – লাবিব মাহফুজ চিশতী
ধর্মের বিনিময় গ্রহণ প্রসঙ্গে কোরআনের বাণী :
1. অনুসরণ করো তাদের, যারা কোনো বিনিময় প্রত্যাশা করে না। (সুরা ইয়াসিন 21)
2. বলুন, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। (সুরা সাবা 47)
3. তুচ্ছমূলে যারা আল্লাহর কালাম বিক্রি করে না, তাদের জন্য আল্লাহর কাছে পারিশ্রমিক রয়েছে। (সুরা আল ইমরান 199)
4. আমি তোমাদের কাছে কোনো রকম বিনিয়ম কামনা করি না, আমার বিনিময় রয়েছে আল্লাহর দায়িত্বে। (সুরা ইউনুস 72)
5. হে আমার জাতি, আমি তোমাদের কাছে কোন অর্থ চাই না। (সুরা হুদ 29)
6. আমি তোমাদের কাছে কোনো মজুরী চাইনা, আমার মজুরী আমার সৃষ্টিকর্তার কাছে। (সুরা হুদ 51)
7. আপনি তাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করবেন না। এটাতো উপদেশ ব্যতীত নয়। (সুরা ইউসুফ 104)
8. তুমি কি তাদের কাছে প্রতিদান চাও? তোমার প্রতিপালকের প্রতিদান সর্বোত্তম। (সুরা মুমিনুন 72)
9. আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। (সুরা শুয়ারা 109)
10. আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার প্রতিদান তো পালনকর্তা দিবেন। (সুরা শুয়ারা 127)
11. আর আমি কোনো প্রতিদান চাই না। (সুরা শুয়ারা 145)
12. আমি এ জন্য কোনো প্রতিদান চাই না। প্রতিদান তো জগতসমূহরে রবের নিকট। (সুরা শুয়ারা 164)
13. আমি তোমাদের কাছে প্রতিদান চাই না। আমার প্রতিদান তো প্রভু দিবেন। (সুরা শুয়ারা 180)
14. আমি সত্য সঠিক পথের দিকে ডাকার জন্য কোনো প্রতিদান চাই না। আর আমি লৌকিততাকারীও নই। (সুরা ছোয়াদ 86)
15. হে নবী বলুন, আমি ধর্ম প্রচারের বিনিময়ে আমার আত্মীয়দের প্রতি পূর্ণ ভালোবাসা ব্যতিত আর কিছুই চাই না। (সুরা শুয়ারা 23)
16. আর তোমরা আমার আয়াতসমূহ সামান্যমূল্যে বিক্রি করো না। (সুরা বাকারা 41)
17. অভিসম্পাত তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং নিকৃষ্ট মূল্য লাভের জন্য বলে। (সুরা বাকারা 79)
18. বল, ‘আমি তোমাদের কাছে এর উপর কোন বিনিময় চাই না। এটা তো সৃষ্টিকুলের জন্য উপদেশমাত্র। (সুরা আনআম 90)
সংকলন – লাবিব মাহফুজ চিশতী