লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. হৃদয়ের সমস্ত আকাশটাকেই ব্যাবহার করো প্রেমকে পুষে রাখার জন্য। প্রেম পুরোটাই দাবি করে।
2. নিজেকে যোগ্য করে গড়ে তোলাটাই মূখ্য বিষয়। যেখানে আমরা ব্যাস্ত থাকি অন্যদের আচরণ নিয়ে।
3. তোমার ভাবনাই তোমাকে নির্মাণ করবে পরবর্তী কালের জন্য। সুতরাং তাই ভাবো যা তুমি হতে চাও।
4. ত্যাগ সর্বদাই ত্যাগীর জন্য বিশাল প্রাপ্তির দুয়ার খুলে দেয়।
5. তোমার আত্মিক অবস্থান পরিশুদ্ধ হলে সর্বাবস্থায় তোমার সেই শুদ্ধতারই প্রকাশ ঘটবে।
6. যদি সক্ষম হও তবে তোমার ভিত্তি নির্মাণ করে নাও প্রেম দিয়ে। যা সর্বাবস্থায়ই সর্বোত্তম।
7. আনন্দে থাকো। কোনো কারন ছাড়াই আনন্দে থাকো। যা তোমাকে পরমানন্দ প্রদান করবে।
8. পরিচালিত হও একমাত্র প্রেম দ্বারা। বাকী সকল নিয়ামকই তোমাকে বন্দীত্ব উপহার দিবে।
9. জীবন তো তখনই পরিপূর্ণ হবে যখন তা পূর্ণরুপে শিশুসুলভ আনন্দে ডুবে যাবে।
10. ধর্মগ্রন্থ সমুহের মাঝে নিজেকে সিমাবদ্ধ কেনো করছো? তুমি গ্রন্থের বহু উর্ধ্বে। সকল ধর্মগ্রন্থ তোমার ব্যাখ্যা মাত্র।
লেখক – লাবিব মাহফুজ চিশতী