লাবিব মাহফুজ
প্রেম দাও মম তরে
তোমার সৃষ্টিরে ভালোবাসিবারে,
ত্যাজিয়ে ভেদ পাইতে তব করুণাধারা
দাও প্রেম, সকলেরে আপন করিবারে।
অনন্তর তব স্নেহধারা
চাহিহে স্বামী,
আমি নিরুপায়, আশ্রয় চাহি দ্বারে
লভিয়ে করুণা হইবো দাস, তব চরণ প্রণামী।
স্তব মম হে দয়াময়
আমা হতে যেন মোহ যায় টুটে,
জড়া মৃত্যু দ্বারে যেন ডাকিহে তোমায়
শ্রীনাম যেন ত্রিকালেতে রহে চিত্রপটে।
রচনাকাল – 25/06/2014