লাবিব মাহফুজ
ব্যাথা দিয়ে পরাণে
প্রাণ বন্ধুগো কার সনে,
একা একা রয়েছো আনন্দে, বন্ধুরে
আমি একা জ্বলি নিরানন্দে।
হৃদয়ও বাসরে প্রিয়, এসেছিলে যেদিন
সেদিনই সঁপেছি আমি, এ দেহ তনু মন।
এ অবলার প্রেম নিয়ে, কি খেলা খেলিলে প্রিয়ে
কেমনে কাঁদাইলে প্রাণ বন্ধে, বন্ধুরে।
ছিলনাতো এমন কথা, মিলনেরই ক্ষণে
বলেছিলে থাকবে বাঁধা, জিবনে মরণে।
আজ কেন হলে পর, খালি করে হৃদ বাসর
আনিলে বিরহ হৃদি ছন্দে, বন্ধুরে।
রচনাকাল – 13/10/2018