কবিতা – রহস্য

লাবিব মাহফুজ

তোমার আসরার প্রভু সৃজনে এ প্রাণে
লুকায়ে অতি গোপনে খেলিছ এ খেলা –
জানিতাম যদি সে অনন্ত লীলা প্রভু
তোমাতেই রহিতাম মগনও উতলা।

এ দ্বিধাহীন মরম স্রোত বহিতেছে প্রাণে
বাঁধিয়াছ যারে প্রভু অনঙ্গে যতনে,
যদি দেখিতাম আপনাতে আপনি সদায়
রহিয়াছ মিশে মোর আপনও সনে!

তবে, যা ছিল রহস্য এতকাল ধরে
প্রকাশ হইত সব আমার আপনায়,
অন্তরাত্মায় বাজিত শুধু তব সুর
আমি তুমি না রহিত, রইত এক প্রেমোময়।

রচনাকাল – 17/02/2016

আপন খবর