মাওলানা মোফাজ্জল হোসাইন চিশতী
নবীজি হলেন জ্ঞানের শহর, মাওলা আলী প্রবেশদ্বার
আনা মদীনাতুল ইলমে আলীউন বাবুহা –
বলেছেন দ্বীনের পয়গম্বর।
১৮ জিলহজ্জ গাদীরে খুমে
ঘোষনা দিলেন নবী, আল্লার হুকুমে,
‘আমি যার মাওলা আলীও তার মাওলা
বায়াত পড় সবে হাতেতে তাহার।
নবীজি হলেন আখেরী পয়গম্বর
মাওলা আলী কে দিলেন বেলায়েতের ভার।
আলী হতে এলো সিনা-সিনা তরিকার
শাজরা শরীফ প্রমাণ তার।
আহলে বায়াতের বাহিরে যারা
বাতিল তরিকার অনুসারী তারা,
বিফল তার বন্দেগী বৃথা জিন্দেগী
আখেরে পাবেনা নিস্তার।
মোফাজ্জেল চিশতী বিনয় করে কয়
বায়াত হও সবে আলীর তরিকায়।
ইলমে লাদুন্নি দিবে নবী মুস্তফায়
মুর্শিদ সহায় হবে যার।