লাবিব মাহফুজ
কি জন্যে আজো সূর্য্য
আলো দেয় ধরায়,
প্রেম হল সে শাশ্বত আদি
বিশ্ব চলে সেই মায়ায়।
যে মায়ায় এ জগৎ সংসার
স্থান কাল পাত্র ছিলনা যাহার
কোন বন্ধনে চলে অপার
নাই যতি, ভ্রান্তি চলায়।
প্রেমের জন্যই কুল মাখলুকাত
প্রেমেতে হয় বিশ্বজগৎ
প্রেমেতে সকল ব্রত
প্রেম বিনে সব মিছে ধোকায়।
প্রেম করে সফল এ ধরায়
কতজনা প্রেমিক সে হয়
লাবিব প্রেম চিনিতে না পায়
তাই ধুকে মরে একা অমায়।
রচনাকাল – 21/12/2013