লাবিব মাহফুজ
আধারের সিংহাসনে
আসীন হলাম এক আধার লগনে
অনন্ত পূর্নতার মাহেন্দ্র ক্ষণে!
জীবনের প্রতি শাখে শাখে আজ
বরণ করিয়া লইলাম আধারের সাজ
অনন্ত উন্মাদনায় –
আধারেরে ছাপাইয়া জীবন মোহনায়
একান্তে নির্জনে
আজ বসিলাম আধারের সিংহাসনে।
যবে পেলাম আলোক আপনার করে
এসে আধারের দান হারালাম তারে
এক বজ্রবাণী ঘোষিল আবার –
আধারের সঁপো আজ মরম তোমার
এতো আধারের দান –
জীবন পথের অন্তহীন কল্যাণ।
আধারের আপন রূপ মহিমায়
ধরা দিল আধার আজ একান্ত আপনায়!
লইলাম শিরে তুলে
লুকালাম মাথা আধারের কোলে।
আধারের মাঝে গড়িলাম আমার স্বরূপ বাসস্থান
আধারের প্রেমে জীবন প্রদীপ হইল মূর্তমান।
আধারের সকল দান অবিরাম এ প্রাণে আসিল যবে
আমার সকল মূর্ত হলো আধারের বৈভবে!
আধার বন্দনায় –
এ প্রাণ তাই এতো সকাতর আধারের মহিমায়।
আজ তাই সকল আলোক-আধার ত্যাজিয়া আপন ঘরে
বরিয়া লইলাম আধার নিশিথ – অনঙ্গ মন্দিরে!
জোড়াসন মোর আধার কৈলাস ধ্যানের উচ্চ শীর
আমার আধার সকল ত্রিশুল মিনারে পাইল অশ্রুনীড়।
আজো খুজে ফিরি সেই প্রাণ
আধারে যারে লুকায়ে রেখেছি সুপ্ত অনির্বাণ।
আধার মোরে জাগায়েছে আজ আধার জগত হতে
আপনার করে দিয়াছে আমারে আধার অ
জেনে গেছি আজ আধার ভূবন ছড়ায় আলোক সুধা
আধারের তরে তাই বাড়িছে প্রাণে আজন্ম লালিত ক্ষুধা।
আধারের বন্দনায়
আপনার করে আজ পাইলাম ফিরে আপনায়।
হে সুন্দর প্রাণ হাত ধরে মোরে আনিলে আধার মাঝে
এ তোমারী জয়গান তোমার তিয়াসা যথায় রাজে
তথায় গড়িয়া লইব আমার অন্ধকারের জগত
সে আধার হতে আর আধারে মোরে ফিরাবে তুমি সতত
হে সুন্দর প্রাণ
আধার দেশনায় প্রাণের প্রেষণা হয়ে থেকো মুর্তিমান।
আধারের পথিক বানায়ে মোরে পথ হয়ে থেকো অনিবার
আশীষ রুপে হৃদয় মন্দিরে রহিও পূর্বাপর।
রচনাকাল – 27/10/2018