লাবিব মাহফুজ
পায়ে দলে হৃদয়ের বনবীথিকা
এলে কে গো নির্দয়, অনামিকা!
এলে অবহেলে, নিদারুণ পদতলে
বৃন্তচ্যুত পুষ্প আমি, দলিত মালিকা!
অনিঃশেষ প্রাণ মোর – অভিসারিকা!
বসন্তে না এনে গো শিমুল পলাশ
আনিলে যাতনা নদী, কণ্টক পাশ;
নীল যমুনা তীরে, বিরহ অভিসারে
রহিলো হৃদয় বাসরে, কলঙ্ক আঁকা!
হৃদয় কুঞ্জে মোর, ফুটেছিল কত ফুল
অশোক চাঁপার ডালি, সুবাস আকুল;
আসিয়া চুপিসারে, বাধিলে ব্যাথাডোরে
নির্মম প্রেমোভারে, আমায় করে একা!
রচনাকাল – 28/05/2021