লাবিব মাহফুজ
এই পবিত্র বাঙলাদেশ
আমাদের, বাঙালীর।
যতক্ষন আছে প্রাণ
এ দেহ এক মন
গাইবো সারাক্ষন
স্তব বাঙলার।
জয় হোক, জয় হোক
আমাদের বাঙালীর।
দিয়ে শেষ রক্ত
রাখবো তোমায় মুক্ত
থাকবো অনন্ত
শুধু বাঙলার।
এদেশের মাটি
আমাদের, বাঙালীর।
যার এক বুক পরে
মসজিদ মন্দিরে
সেজদা ঘরে ঘরে
সৃষ্টিকর্তার।
খাল বিল নদী জল
আমাদের, বাঙালীর।
যার স্রোত ভাসে
পলি আর মৎসে
বলে সে সহাস্যে
আমি বাঙলার।
ফুল পাখি গান
আমাদের, বাঙালীর।
এত সু-রঞ্জ
এতো বহর কুঞ্জ
এত ছায়া পুঞ্জ
শুধুই বাঙলার।
মাতৃ ঐশ্বর্য
আমাদের, বাঙালীর।
স্রষ্টার শ্রেষ্ঠ দান
অমর বাঙলার প্রাণ
আমি তার সন্তান
এ আমার অহংকার।
রচনাকাল – 12/10/2012