সংগীত – জন্মান্ধের মতই কাটালি জিবন

লাবিব মাহফুজ

জন্মান্ধের মতই কাটালি জিবন
নয়ন খুলে চাইলি না –
ভব জিবন কাটলো বৃথায়
কাল ঘুমে আর থাকিস না।

জিবন তরী চলছে ভাটায়
আপনা আপনি অনন্তে,
যাচ্ছে দুরে তরী প্রতি পলকে
অজানা প্রতিকুল স্রোতে।
হাল ধর মাঝি শক্ত করে
নইলে রেহাই পাবে না।

একাকী মাঝি নৌকার হালে
তরঙ্গে নাও হেলে দুলে,
ধর কিনার ভব মায়া ফেলে
নইলে স্রোতে ছাড়বে না।
লাবিব বলে আশা দূরে
ভরসা তোর নয় অচেনা।

রচনাকাল – 14/01/2012

আপন খবর