লাবিব মাহফুজ
ধরার প্রতি অণুতে অণুতে
ছড়ায়ে দিয়েছি প্রাণ মোর, ধরার স্রোতে!
আমার প্রাণ শিখা, উন্মত্ত তালে ঘুরিছে দিগ্বিদিক।
আমার ধ্যানের আশীষ লয়ে
প্রাণের ভাষা সুরে সুরে গেয়ে
প্রেমহীন ধরা পায় প্রেমের স্বর্গালোক।
আমার সৃষ্টিকে প্রতি ক্ষণে ক্ষণে
আমার হতে ছিন্ন করে সুদূর কাননে
বানানো হইয়াছে পথ, পথিক প্রবর!
আমার সন্তান সকল, হারামনি ধন
আজ বিচ্ছিন্ন মায়ের আচল, অসহায় প্রাণ
নিরাভরন ঘুরে ফিরে খোঁজেতে আমার।
সংসার পরিজন জীবন আমার
ছড়ায়েছি প্রাণে প্রাণে জীবন মাঝার
সকল জীবনে তাই জাগ্রত এ প্রাণ!
সবার মনের মতন করে
আমারি রূপ আমি নিয়েছি গড়ে
নিত্য জগৎ আমারি জীবনের গান।
রচনাকাল – 10/01/2018