লাবিব মাহফুজ
আমি বিরহের গান শুধু গাই
এছাড়া জিবনে মোর নাই কিছু নাই
আমি বিরহের গান শুধু গাই।
এ জিবন শুধুই আধার আমার
এ জিবন শুধুই আধার,
নেই কোনো আশা আছে হাহাকার।
কেঁদে কেঁদে আমি অশ্রুজলে
বিরহের গান লিখে যাই।
অমানিশার মাঝেও এ কোন আলো
জিবনে এলো শুধু যাতনা দিতে,
শেষ বিরহেও এ কোন প্রদীপ
জ্বললো এ হৃদয় খুজে পেতে।
আশীর্বাদ জানাই তোদের
জলপ্রপাতে জল সঞ্চারিতে,
অজানা নেশায় মাতলো হৃদয়
দুঃখের মাঝেও সুখ খুঁজে নিতে।
সে সুখ সাগরে আমার এ জীবন
ভাসছে একাকী অসীমের ঠাঁই।
রচনাকাল – 21/06/2010