লাবিব মাহফুজ
আমার মন তো বোঝে না
স্বরূপ ধামে নিত্য লীলায়
মন তো মজে না।
অরূপ ধামের আশায় আমি
রইলাম বসে দিবাযামী
সে যে অরূপ সদা রয় অধরা
হাতের কাছে আর আসেনা।
তোমার আপনাতে স্বরূপ ধামে
দয়াল আছে বাধা মধুর প্রেমে
হৃদয় মন্দিরে বাধিও তাহারে
ও রূপ নয়ন হতে কভূ হারাইওনা।
অধম লাবিব বলে মনরে আমার
দয়াল স্বরূপ ধামে রয় অনিবার
আপনাতে ডুবে যেজন
সেই পবে তার শ্রীচরণ খানা।
রচনাকাল – 28/06/2020