সংগীত – জানো মন নুক্তারি ভেদ

লাবিব মাহফুজ

জানো মন নুক্তারি ভেদ নিত্য অভেদ
শক্তিবিন্দু জুল জালাল –
পনেরোটি নুক্তা দিয়ে, সাজালে এ মহাকাল!

পঞ্চতনে তিন পূরণে, পনেরো নুক্তার হয় উদয়
পনেরোটি হরফ দেখো, তনে তনে মিশে রয়।
এতবারি চার নূরে রে মন, পনেরো নুক্তার হয় প্রকাশন
নূর শহুদ আর এলেম অজুদ, জানলে তত্ত্ব হয় হাছেল।

চারটি নুক্তা পনেরো তনে, গঠল সাফা এমকানি
আব আতশ আর খাকে বাদে, নুক্তাতে নূর নূরানী।
পাঁচে চাইরে করে মিলন, সপ্ত নুক্তা জানবি রে মন
সাবআ মাছানি নামটি ধরে, সে রূপ হলো আরেফেল।

আদি নুক্তা এরাদাতে, নূর সেতারার হয় প্রকাশ
তথা হতে তিন স্তরে, বারো কারে, ইনছানের দেশ।
নুক্তা ছিল নুক্তা এলো, বাতেন নুক্তা জাহের হলো
লাবিব মহা গোলে পড়ল, না বুঝিয়া নুক্তার ফেল।

রচনাকাল 09/09/2023

আপন খবর