দাউদ আহমেদ চিশতী
আসমান হইতে উদয় আলো, জমিনে সেই মুরতি
মোহাম্মদ রাসুল আল্লাহ, করি তোমায় প্রণতি।
তুমি আখেরেতে হলে আদম, দেখাইলে খোদ নূরীতন
তোমায় খলিফা করিলো খোদায়, দিয়ে তার নূরের জ্যোতি।
খোদ খোদা সে হয় নবুয়্যত, খলিফা আদম বেলায়েত
মাওলা আলী হয় খলিফা, পেয়ে নূর মুহাম্মদী।
খলিফা আদমের তরে, ফেরেস্তা সিজদা করে
সিজদা কি আর তুলতে পারে, আছে যার ধ্যানে মতি?
বেলায়েত আর হয় নবুয়ত, মওলা আলী আর মুহাম্মদ
কোথায় কোনজন হয় খলিফা, দাউদ করে প্রণতি।