সংগীত – আমার দীলের সিংহাসনে

লাবিব মাহফুজ

আমার দীলের সিংহাসনে
তোমার চরণ রাখিব,
পূজিবো ঐ শ্রীচরণ গো
তোমারই সুর সাধিবো।

বাসনাতে এ প্রাণে তোমারী সাধনায়
তোমার পরশে মন, তোমাময় হতে চায়।
গড়িয়া মন্দির আমারী পূর্ণতায়
আমার স্বরূপ ধামে তোমারে সাজাবো।

তোমার আরতী প্রভু আমার এ মন্দিরে
ভাঙিবে সংশয়, জাগাইবে বন্দিরে।
চিনাইবে আমার অনন্ত আপনারে
তাইতো ও রাঙা চরণেই রহিবো।

রচনাকাল – 23/08/2018

আপন খবর