সংগীত – রেখে এ দেহ ভান্ডে ব্রহ্মান্ড খানা

লাবিব মাহফুজ

রেখে এ দেহ ভান্ডে ব্রহ্মান্ড খানা
কি খুঁজতে যাও বাহির পানে,
সানুরিহিম আয়াতিনা, প্রমাণ দিলা কোরানে।

আউয়াল আখের জাহের বাতেন
চার আকছামে মানুষ গঠন
আদি অন্ত গুপ্ত ব্যাক্ত
সকলি এই বর্তমানে।

আত্মধনে হয়ে ধনী
রেখে দেহ ভান্ডে জগৎ খানি
কোন ধনের আর আশায় তুমি
ঘুরো তীর্থ কাশী বৃন্দাবন।

মনের মানুষ মনোহরা
আছে আত্মমাঝে নিত্য ঘেরা
হয়ে অনুরাগী চাঁদ চকোরা
লাবিব আছে স্বরূপ ধ্যানে।

রচনাকাল – 23/09/2020

আপন খবর