আপন ফাউন্ডেশন

৬ – নূরী কোরান

Date:

Share post:

নাসরিন সুলতানা চিশতী

সাত হরফে নূরী কোরান জীবচনাদর্শন
লৌহ মাহফুজে তা আছে সংরক্ষণ।

সাতটি ফলকে কোরান রয়েছে স্থিত
রাসুলুল্লাহর দীলে তাহা হলো উদিত।

মতলেক কোরান নাতেক হলো রাসুলের জবানে
সেই কালামে কোরানই পথ দেখায় যতো মানবগণে।

ঈমানদারগণ বুঝেছেন তাহা আল্লাহরই কালাম
কোরান কভূ অতীত নয় চির বর্তমান।

শ্রবনযোগ্য কোরান যাহা তাই কাগজে লিখা হয়
মূলের কথা না বুঝিলে পুস্তক হয়ে রয়।

নূরের কালি ঝরে পড়ে পাক মানুষের দীলে
সেই কালিতে আজও তারা আধাঁর কেটে চলে।

পাতার কোরানে আছে প্রথম সূরা ফাতেহা
সাত আয়াতে এই সূরাটি ভেদের মূল যাহা।

সাতের মাঝে আছে গোপন সৃষ্টির মাধুরী
ফাতেহা কোরানের মূল ভেদ বুঝ তাহারি।

পঞ্চ আলমে আল্লাহর কালাম জবরুতে আসে
মাটির স্পর্শে এই ধরাতে তা প্রকাশ হয়েছে।

কোরান পড়া কোরান বুঝা সহজ কথা নয়
পাক পবিত্র হয়ে তাকে ধারন করতে হয়।

আল্লাহর কালাম শিক্ষা দিচ্ছে নিজেই রহমান
“আল্লামাল কোরান“ দেখ কোরানে প্রমাণ।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles