লাবিব মাহফুজ
আমার মন যমুনা বইছে উজান
শুনে শ্যামের বাঁশরী
কুন ফায়াকুন সুর তুলে শ্যাম
বাজায় বাঁশি এতবারী।
ছিলে লা ছাই গঞ্জজাতে, এলেম হেকমত তথা হইতে
চার এতবারে সৃজন পথে, এমকানি মানব তরী!
রূপ ধরিল নূর মোহাম্মদ, প্রকাশিল আদম আহাদ
মিম সুরতে বাশারিয়াত, চমৎকার কারিগরি।
পঞ্চপ্রভূ সাতটি সুরে, বাজায় বাঁশি যমুনা তীরে
পাঁচে সাতে বারো কারে, নয় তিনে হয় জাহিরী।
পাঁচ পাঁচা পঁচিশ মোকামে, ঢেউ উঠে সে বাঁশির তানে
লাবিব বলে খোদকে চিনে, নাও চিনে মুখফিধারী।
রচনাকাল 18/05/2023