লাবিব মাহফুজ
আশুরা, মুহাররম, কারবালা,
ফোরাতের কূলে হায়, ক্রন্দন, খুনজ্বালা!
হায় ইমাম, হায় হুসাইন, নবীর কলিজা হায়
জগৎ জননীর – নয়ন মনি’র
শোণিতে মরু রাঙিয়া যায়।
হায় মুহাররম, কারবালা হায়।
দুলদুল সওয়ারে ইমাম যে আগুয়ান
হক্বের নিশাণ উড়াইতে ধরায়
দিতে আত্ম বলিদান!
আকবর, আসগরে, খুন লাল বাসরে
গড়াগড়ি দিয়ে গায়, দ্বীনের বিজয় শান –
খুনের ধারায় হলো ধর্মের অধিষ্ঠান!
শুষ্ক মরুতে হায়, তৃষিত কলিজায়
কাঁদে জয়নাব, কুলসুম, খুন লাল দরিয়ায়।
হায় কাসেম, কারবালা হায়।
ফোরাতের কূলে হায় লোহুর স্রোতধার
খঞ্জর তলোয়ারে, ঝংকারে অনিবার।
এজিদ সীমার কাফেরের তীরে হায়
আলীর দুলাল খুনেতে ভাসিয়া যায়।
নবীর তনয়া দেখো মুরছিত এলোকেশ
দ্বীনের কান্ডারী যায় গড়াগড়ি ব্যাথাপাশ –
এতো খুন, এতো ত্যাগ, মুহাররম, কারবালায়
হায় ইমাম, হুসাইন হায়!
দ্বীনের নিশান উড়িতেছে আজ
প্রপঞ্চময় ত্রিভুবনে
ফোরাত কূলের সে রক্ত বিজয়
আজ বিজিত রক্তখুনে।
দ্বীনের তরে, ধর্মের তরে, হায় ইমাম কারবালায়
শহীদী ডঙ্কা বাজালে তুমি –
উড়ালে তৌহিদী নিশান এ ধরায়!
ত্যাজিলে আপন প্রাণ, হায় ইমাম, কারবালায়।
রচনাকাল – 17/10/2018