লাবিব মাহফুজ
হৃদে লইয়া স্বকাম শর্ত
মিছে ডাকি গুরু বলে,
গুরু কি আর হয় কান্ডারী
স্বভাব শুদ্ধ না হইলে!
দয়াময় দয়াল দয়ার, পশরা সাজাইয়া
ভক্তকূল ত্বরাইতে রয়, পারঘাটায় বসিয়া।
আমিত্ব ভাব দাও ছাড়িয়া, পাইতে কূল সে অকূলে!
ষড়রিপু বাধ্য তোমার হইবে যেদিন
নিষ্কামী ভাব নিত্যানন্দের হবে উজ্জীবন।
সেদিন নয়নে জাগবে নূরীতন, শ্রীরূপ তোমার রঙমহলে!
শুদ্ধ তত্ত্ব সুক্ষ্ম প্রেমে, হইলে সাধন
উদ্ধারিবে দয়াল তোমায়, হয়ে পতিতপাবন।
লাবিব বলে জাগাও তুফান, গুরু রূপের প্রেম সলিলে!
রচনাকাল – 14/01/2023