কবিতা – দৈব চাওয়া

লাবিব মাহফুজ

অলৌকিক কিছু তো চাইনি
দৈব, আধিভৌতিক অথবা স্বর্গীয়!
প্রয়োজন নেই পরাবাস্তব প্রাপ্তির
শুধু সর্বান্তকরণে চাই, বন্ধু, প্রিয়
তোমার বুকের পরশ, একটু আশ্রয়
একটু থেকে যাওয়া, অ-সমাপ্তির!

জীবনের পথে প্রান্তরে ছুটে যাবো
আমি এভাবেই নিজেরে বিলীন করে,
একটু ভালোবাসা লাগি, নিতি বয়ে যাবো
মহাকালের নির্মম অকূল পাথারে!

রচনাকাল – 11/10/2020

আপন খবর