লাবিব মাহফুজ
আমি তো দিব্যি হেটে চলি
পথের ধারে ধারে,
দুচোখ ভরে ঘাসফুলের
নিভে যাওয়া দেখবো বলে।
পথে পথে খুজবো বলে
আমার আত্মার আবছায়া
গোধূলীর স্বর্ণবাসরে।
আমি তো প্রতিনিয়ত অপেক্ষায় থাকি
প্রাণের ভাষায় কথা বলবো বলে
প্রাণের যে জন, তার সাথে!
আমার মানস মন্দিরে।
রচনাকাল – 12/01/2016