সংগীত – আকাশ আজি গান ধরেছে

লাবিব মাহফুজ

আকাশ আজি গান ধরেছে
রিমিঝিমি সুরে গো রিমিঝিমি সুরে,
মেঘের খেয়ায় মাঝি হয়ে
সুদূর দিগন্তরে গো সুদুর দিগন্তরে।

আজ ভৈরবী সুর কন্ঠে তাহার
ব্যাকুল সুরে মরমী আমার
প্রাণের কথা উদ্বেলিয়া, কইছে উছল স্বরে
সে সুর তুলছে ধ্বনি প্রতিধ্বনি
আকাশ মাটির পরে গো আকাশ মাটির পরে।

পাতায় পাতায় সুরের কোলাহল
নাচছে দেখো দোলা দোদুল-দোল।
ভিজিছে দিয়ে ধরার সকল প্রাণ
সে বসেছে নিখিল মুক্ত দ্বারে –
আমার সখির কথা কইতে মোরে
সে কাঁদছে আমার তীরে গো, কাঁদছে আমার তীরে।

রচনাকাল – 13/08/2019

আপন খবর