সংগীত – কেটে যায় দিন রজনী

লাবিব মাহফুজ

কেটে যায় দিন রজনী
সাধন বিহনে –
আমার এভাবেই কি কাটবে জনম
গুরু কৃপা বিনে।

আমি সব ছাড়িয়া তোমার হইয়া
এসেছি প্রেম ডোরে,
আমায় ছেড়োনা ছেড়োনা গো সাঁই
চরণে রেখ দাসেরে।
আমার ফুরাল এ ব্যার্থ জিবন
প্রেম পাব কি মরণে।

অন্ধ হয়ে রইলাম পড়ে আমি
সারাটা জিবন ভরিয়া,
প্রেম সুধা করলাম না পান
এ প্রাণ দিলাম না বিলাইয়া।
অধম লাবিব কয় মোর কর্মদোষে
সাধন ভজন জানিনে।

রচনাকাল – 20/04/2012

আপন খবর